শ্রী পরমেশ্বরী শতভূজা বাসন্তী মায়ের পূজা ৫ দিন শ্রীমঙ্গল শ্রী গৌরী শংকর বাবার আশ্রমে অনুষ্টিত হতে যাচ্ছে

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি :

শ্রী পরমেশ্বরী শতভূজা বাসন্তী মায়ের পূজা কৈলাসধাম মায়ের বাড়ি অনুষ্টিত হতে যাচ্ছে। শ্রীমঙ্গল উপজেলার ৪ নং সিন্দুরখাঁন ইউনিয়নের দত্তেরগাঁও দত্তের বাড়ি আগামী ৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত শ্রী শ্রী গৌরী শংকর বাবার আশ্রমে অনুষ্টিত হবে। শ্রী শ্রী বাসন্তী মায়ের পুজা দশমহাবিদ্যা, অন্নপূর্ণা মায়ের পুজা, চামন্ডা কালী, দক্ষিণা কালী গজা, বিপদ নাশিনী, শীতলা, শনিদেব, হনুমান জী, মনষা দেবীর পুজায় শ্রীশ্রী চন্ডীপাঠ, শ্রীশ্রী শিব-পুরান পাঠ করবেন প্রাণপ্রিয় গুরুদেব এই পূজায় শ্রীশ্রী চন্ডী পাঠ ও শিব পুরান পাঠ করে করবেন, শ্রীযুক্ত শ্রীকান্ত গোস্বামী, শংকরসেনা, শ্রীমঙ্গল ও শ্রী যুক্ত নারায়ণ গোস্বামী, হীঙ্গাজীয়া। বিশেষ পাঠক হিসাবে উপস্থিত থাকবেন, কানাই লাল দেবনাথ এডভোকেট, মৌলভীবাজার জজ কোর্ট, দেবেন্দ্র দেবনাথ অবসর প্রাপ্ত শিক্ষক, জুরী। প্রিয়তুষ চক্রবর্তী (পার্থ), দেববাড়ি রোড, শ্রীমঙ্গল। শ্রীযুক্ত মঞ্জু দেবনাথ, নিতেশ্বর, ডাঃ অরুন দেব, ফিলগাঁও, শ্রীযুক্ত জগৎ মোহন দেবনাথ, দত্তেরগাঁও। যাতাযাতের জন্য শ্রীমঙ্গল হবিগঞ্জ রোড জগন্নাথ আখড়ার সামনে থেকে সিএনজি যোগে সাতগাঁও বাজার হইতে সিক্কা রোডে গৌরী শংকর বাবা রোদ কৈলাসধাম মায়ের বাড়ি দত্তেরগাঁও দত্তের বাড়ি। যারা মায়ের ভোগ দিতে ইচ্ছুক ০১৯১৯-৩৯৬৫২৫ (নগদ) ও এই নাম্বারে শ্রী শ্রী বাসন্তী মা ও ১০ মহাবিদ্যা মায়ের মন্দিরের নির্মাণ কাজে ভক্তারা এই বিকাশ (পার্সোনাল) ০১৭১৫-৩৯৬৫২৫,০১৯১৯-৩৯৬৫২৫ যোগাযোগ করতে অনুরোধ করেছেন সেবাইত আচার্য্য গুরু সুজিত দেবনাথ।